বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চালকসহ গরু বোঝাই লাটাহাম্বারের ১৭ জন যাত্রী

 

আলমডাঙ্গা ব্যরো: বড় ধরনের সড়ক দুর্ঘটনা হওয়া সত্বেও প্রাণে বেঁচে গেছে চালকসহ গরুবোঝাই লাটাহাম্বারের ১৭ জন যাত্রী। গতকাল আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বণ্ডবিল রোয়াকুলির মাঝামাঝি মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই লাটাহাম্বারটি রাস্তার পাশে উল্টে যায়। ওই দুর্ঘটনায় কয়েকজন আহত হন।

জানা গেছে, জেহালা ইউনিয়নের জোড়গাছা গ্রামের রবিউলের ছেলের ইঞ্জিনচালিত গাড়ি লাটাহাম্বার গাড়িতে গরু ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য গেলে একই গ্রামের মৃত বিলাতের ছেলে তককেল (৫০), মৃত আত্তাবের ছেলে আজিবার (৩৫), মৃত মোবারেকের ছেলে আয়ুব আলী (৫০), আরশাদের ছেলে খালেকসহ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গরুবোঝাই গাড়িটি বণ্ডবিল রোয়াকুলির মাঝামাঝি স্থানে আলমডাঙ্গা পৌর সীমানা পিলারের নিকট এসে আরেকটি গাড়ির সাইড নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

Leave a comment