জুয়া খেলা নিয়ে দাম্পত্য কলহের বলি পিতা-পুত্র

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে পারিবারিক কলহে দু সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজে আত্মহত্যা করেছেন পিতা ইয়াদুল (২৫)। এ ঘটনায় তার কন্যা ইভা (৪) বেঁচে গেলেও মারা গেছেন পুত্র ইউসূফ আলী (২)। ইয়াদুল উপজেলার বারুহাস ইউনিয়নের আসানবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্থানীয়রা জানান, ইয়াদুলকে জুয়া খেলতেন। এ নিয়ে স্ত্রী মঞ্জুয়ারার সাথে তার বিরোধ বাধে। একপর্যায়ে বিরক্ত হয়ে ইয়াদুল আত্মহত্যা করতে তার পুত্র ইউসুফ ও কন্যা ইভাকে কীটনাশক পান করিয়ে নিজেও কীটনাশক পান করেন। পরে পরিবারে সদস্যরা তাদের তিনজনকে অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল বুধবার বিকেলে পুত্র ইউসুফ মারা যান। অন্যদিকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ইয়াদুলও মারা যান। তবে ইভা বেঁচে আছে।

Leave a comment