ছিটমহলে খুন : ১৯ দিন পর লাশ গেলো ভারতে

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ছিটমহলে খুন হওয়া এক নারীর লাশ ময়নাতদন্তের জন্য ১৯ দিন পর ভারতে পাঠানো হয়েছে। পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘর থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় লাশটি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেখলিগঞ্জ থানার ওসি বিশ্বজিৎ মজুমদারের নেতৃত্বে  চার সদস্যের একটি প্রতিনিধি দলের কাছে বুড়িমারী জিরো পয়েন্টে তিনি (ওসি আমিরুজ্জামান) লাশ হস্তান্তর করেন। পরে ভারতীয় প্রতিনিধি দল ১৬ নম্বর ভোটবাড়ি ছিটমহলের ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ওসি জানান। গত ২৭ সেপ্টেম্বর পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে অবস্থিত ভারতীয় ১৬ নং ভোটবাড়ি ছিটমহলের বাসিন্দা রুবেল হেসেনের স্ত্রী সেলিনা বেগম (২৫) খুন হন।

Leave a comment