আলমডাঙ্গা-জামজামি সড়কের আনন্দধাম ব্রিজসহ ব্রিজ মোড়ে বেড়েছে দুর্ঘটনার ঝুকি
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-জামজামি ব্যস্ততম সড়কের আলমডাঙ্গা শহরের আনন্দধাম ব্রিজের ওপর অবৈধভাবে অটোস্ট্যান্ড বসানোসহ ব্রিজের দু পাশে খুচরা ব্যবসায়ীদের দৌরাত্মে সড়ক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলতে হচ্ছে পথচারীদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও প্রশাসন কিছুতেই রুখতে পারছে না অবৈধ দখলদারদের। এলাকাবাসী পুলিশের হস্তক্ষেপ দাবি করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার অধিক ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলমডাঙ্গা-জামজামি সড়ক। ব্যস্ততম এ সড়কের আলমডাঙ্গা শহরের আনন্দধাম ব্রিজের ওপর বেশ কয়েক মাস অবৈধভাবে অটোস্ট্যান্ড বসানো হয়েছে। ব্রিজজুড়ে সব সময় বেশ কিছু অটো গাড়ি যাত্রীর অপেক্ষায় থাকে। ফলে ব্রিজের ওপর দিয়ে অন্যান্য যানবাহন এবং পথচারীদের চলাচল বেশ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পথচারী ও যানবাহন চালকরা সব সময় সড়ক দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত থাকে। এছাড়াও ব্রিজটির দু পাশের পুরো দখল করে প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিভিন্ন ফল ব্যবসায়ী, আখ ব্যবসায়ী, সবজি ব্যবসায়ীসহ ছোটখাটো পণ্য ব্যবসায়ীরা বেচাকেনা করেন। ফলে ব্রিজে সড়ক দুর্ঘটনা ছাড়াও যানজট নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
সড়ক দুর্ঘটনার আশঙ্কা ও জনভোগান্তি নিরসনে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংবাদ জানতে পেরেই বেশিরভাগ অটোচালক দ্রুত পালিয়ে যায়। পরে সুযোগ বুঝে তখনই ব্রিজের ওপর পুনরায় ঘাটি গাড়ে। মাঝে মধ্যে দু-একজন অটোচালককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ব্যবস্থাও করা হয়েছে। তারপরও অটো চালকদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। ব্যস্ততম এ ব্রিজের ওপর থেকে অটোস্ট্যান্ড অপসারণ ও অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে পুলিশি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ চেয়েছে।