দুটি মোটরসাইকেল ও টাকা ছিনতাই
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-চিৎলা সড়কে তিন ঘণ্টাব্যাপি তাণ্ডব চালিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। এ সময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও ঢেপা গ্রামের ফরহাদ হোসেনের দুটি মোটরসাইকেল এবং সাবেক ছাত্রদল নেতা ও ব্যবসায়ী কাওছার আলীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগীসূত্রে জানা গেছে, ওই সড়কের ইটভাটার কাছে একদল ছিনতাইকারী গাছ ফেলে পথচারীদের পথরোধ করে। ওয়াসিম সাজ্জাদ লিখন মোটরসাইকেলযোগে দুজন সঙ্গীসহ শহর থেকে চিৎলা গ্রামে নিজ বাড়িতে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা লিখনের ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে তাদের ইটভাটার মধ্যে আটকে রাখে। পরবর্তীতে চিৎলা গ্রামের সাবেক ছাত্রদল নেতা কাওছার আলী ও ঢেপা গ্রামের হারুন ওরফে ফরহাদ হুজুরসহ কয়েকজন মোটরসাইকেলযোগে বাড়ির ফেরার পথে একই স্থানে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদেরকেও আটক করে ছিনতাইকারীরা। ফরহাদ হোসেনের ব্যবহৃত হিরো হোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেল এবং কাওছার আলীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
প্রায় দু ঘণ্টা ধরে তাদের সকলকেই আটকে রাখা হয়। পরে মোটরসাইকেল দুটি ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে একে একে ছিনতাইকারীচক্রের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে আটকরা মুক্ত হন। তারা ছাড়া পেয়ে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে গাংনী থানার এসআই মেহেদী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মেহেদী হাসান জানান, ছিনতাইকারীদের গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।