টিপ্পনী

 

খবর: (আলুকদিয়ার মোমিন গাঁজাসহ গোয়েন্দা পুলিশের হাতে পাকড়াও)

সারা জীবন গাঁজা খেলে

এবার তুমি সাজা খাও,

নইলে জেলে বসে বসে

গরম তেলের ভাজা খাও।

 

গাঁজা খেয়ে অনেক মানুষ

রাতারাতি রাজা হয়,

পয়সা কড়ি কামাই করে

অনেক মানুষ তাজা হয়।

 

মোমিন মানুষ খাঁটি মানুষ

বাজাও নামের বারো,

ভালোই তুমি পারো রে ভাই

ভালোই তুমি পারো।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment