মুজিবের বিয়ে নিয়ে চুন্নুর সংসার ভাঙার উপক্রম!

স্টাফ রিপোর্টার: রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের মঞ্চ প্রস্তুত। শুধুই অপেক্ষা সময়ের। ষাটোর্ধ্ব এ মন্ত্রীর বিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিসভায় নানা রঙ্গরস এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় উঠে আসে রেলমন্ত্রীর বিয়ের প্রসঙ্গ। একথা জানিয়েছেন মন্ত্রিসভার এক সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীকে জিজ্ঞেস করেন- কী খবর, বিয়ের অনুষ্ঠান নাকি এগিয়ে এনেছেন? বিয়ের অনুষ্ঠান ডিসেম্বর থেকে এগিয়ে অক্টোবরে আনা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রেলমন্ত্রী। এক পর্যায়ে রেলমন্ত্রী মুজিবুল হককে নিয়ে রসিকতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ‍মুজিবুল হক চুন্নু। তিনি মন্ত্রিসভায় বলেন, প্রধানন্ত্রী, আমার একটা কথা আছে। আমার তো ঘর-সংসার ভাঙার উপক্রম। প্রধানমন্ত্রী জানতে চান, কী হয়েছে? কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য থেকে অনেক পরিচিতজন আমাকে ফোন করে বলছেন, আপনি নাকি আবার বিয়ে করছেন। আমার বউকেও অনেকে জিজ্ঞেস করছেন তোমার স্বামী নাকি আবার বিয়ে করছে? সেও আমাকে এ নিয়ে প্রশ্ন করছে। আমি বিড়ম্বনায় আছি-জানান মুজিবুল হক চুন্নু। শ্রম প্রতিমন্ত্রীর কথা শুনে হাসির রোল পড়ে যায় মন্ত্রিসভায়। মন্ত্রিসভার ওই সদস্য জানান, রেলমন্ত্রীর বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী কে যাবে, না যাবে তা নিয়ে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবনের একটি হলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান ওই মন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে টাই পরে স্মার্টভাবেই রেলমন্ত্রী যোগ দিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান কবে হচ্ছে- জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, এখন বলা যাচ্ছে না, অনেক কিছু মেইনটেন্স করতে হচ্ছে। সময় হলেই জানতে পারবেন।

Leave a comment