দুর্যোগে মোরা নই দিশাহীন সঙ্গে আছেন অভিজ্ঞ প্রবীণ
স্টাফ রিপোর্টার: ‘দুর্যোগে মোরা নই দিশাহীন, সঙ্গে আছেন অভিজ্ঞ’ প্রবীণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের নেতৃত্বে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন।
অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী শেখ হামিম হাসান, রেডক্রিসেন্ট ইউনিটসহ সরকারি ও বেসকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, আগামী দিনে কোনো দুর্যোগ দেখা দিলে আমরা সকলে সম্মিলিতভাবে মোকাবেলা করবো। যদি প্রস্তত থাকা যায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে। ভূমিকম্প, বন্যা ও শীত মোকাবেলায় ফায়ার ব্রিগেডসহ সংশ্লিষ্ট সকলকে প্রস্তত থাকার আহ্বান জানান।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। শোভাযাত্রা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন নাজির হামিদুল ইসলাম।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, দিবসটি পালন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের (ত্রাণ শাখা) আয়োজনে সকাল ১০টায় ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, ইউপি চেয়ারম্যান দারুস সালাম, ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহিল কাফী, নির্বাচন অফিসার এজিএম মোস্তফা ফেরদৌস, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু তালেব, প্রকল্প অফিসার মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, যুব উন্নয়ন অফিসার জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল লতিফসহ উপজেলার সকল অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৱালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। ৱ্যালি শেষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার ১০টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অরুন মণ্ডলের নেতৃত্বে নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার গোলাম ফারুক, অফিলউদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ৱ্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রি-ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাইস্কুল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ কুমার সেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক মজিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজামান শিপু, শ্রমিকলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ জেলা প্রশাসন এর উদ্যোগে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম সাইফুল মাবুদ।