ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে চেয়ারম্যান জিল্লুর রহমানের উদ্যোগে যুব সমাজের আয়োজনে ১৬ দলের নকআউট পর্বের ফুটবল টুর্নামেন্টর উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় দামুড়হুদার দলিয়ারপুর একাদশ ও আলমডাঙ্গার চিৎলা জাগ্রত ক্লাবের মধ্যে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী ও তরুণ সমাজসেবক আব্দুস সালাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপির সুযোগ্য চেয়ারম্যান জিল্লুর রহমান। অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, আব্দুর রশিদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, প্রবাসী ডালিম হোসেন, মিলন হোসেন, পাইলট, মাজদার হোসেন, মানিক, সেলিম, আলিম, জুয়েল, জামিল ও শরিফ প্রমুখ। খেলায় নির্ধারিত সময়ে দলিয়ারপুর একাদশ ৪-১ গোলে জয়লাভ করে। দলিয়ারপুর একাদশের অধিনায়ক ছিলেন মাফুজুর রহমান এবং চিৎলা জাগ্রত ক্লাবের অধিনায়ক ছিলেন সাদ্দাম হোসেন। রেফারি ছিলেন ইয়াছিন আলী, সহকারী ছিলেন সাল্মা হোসেন ও স্বপন হোসেন।