মাথাভাঙ্গা মনিটর: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে হংকঙের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। হংকং স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হবে ম্যাচটি। এবারের এশিয়া সফরে গত শনিবার দিয়েগো তারদেলির জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলেন মেসি-আনহেল দি মারিয়ারা। কিন্তু লক্ষ্যভেদে সফল হননি তাদের কেউই। উল্টো পেনাল্টি থেকে বার্সেলোনা তারকা মেসির গোল করতে না পারা আর রক্ষণের ভুলে হার এড়াতে পারেনি ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটি। তাই হংকংয়ের মতো পুঁচকে একটা দলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে নয়, নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা নিয়েই ভাবতে হচ্ছে কোচ জেরার্দো মার্তিনোকে। বিশ্ব ফুটবলের ইতিহাস আর ঐতিহ্যের পাশাপাশি কাগজ-কলমেও দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন পিছিয়ে হংকং। ফিফা ৱ্যাঙ্কিঙে তারকা সমৃদ্ধ আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়, আর হংকং ১৬৪তম স্থানে। তাই এমন দুর্বল এক প্রতিপক্ষের বিপক্ষে প্রিয় দলের বড় ব্যবধানের জয়ের প্রত্যাশা করতেই পারে আর্জেন্টিনা সমর্থকরা।