অর্থ আত্মসাৎ মামলায় সংসদ সদস্য বদি কারাগারে

 

স্টাফ রিপোর্টার: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন বদির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন বদি। গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তার জামিন পেয়েছিলেন বদি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। দুদক সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুর রহমান বদির সম্পদ বেড়েছে ৩৫১ গুণ। নামে-বেনামে তার কোটি কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। আর নিট সম্পদ বেড়েছে ১৯ গুণের বেশি। এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট মহাজোট সরকারের সংসদ সদস্য বদিসহ প্রভাবশালী তিন মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা করে দুদক। অপর দুজন হলেন- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এরমধ্যে বদির বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সোবহান।