ঢামেকে নবজাতক বিক্রি : মা ও খালা আটক

 

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক নবজাতক বিক্রির সময় বাচ্চার মা ও খালাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। জানা গেছে, আসমা বেগম (২৫) একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী জহিরুল ইসলাম। তারা টঙ্গীতে থাকেন। গত শুক্রবার আসমা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতে এক ছেলে সন্তানের জন্ম দেন আসমা। বাচ্চা জন্ম দেয়ার পর এক আত্মীয়ের সাথে ৩০ হাজার টাকায় বাচ্চা বিক্রির চুক্তি করেন তিনি। শনিবার রাতে আসমা ও তার ছোট বোন সুমি ওয়ার্ড থেকে ওই বাচ্চা নিয়ে নিচে নামলে তাদের কথাবার্তা শুনে ডিউটিরত আনসার সদস্যদের সন্দেহ হয়। পরে তারা বাচ্চাসহ বাচ্চার মা ও খালার পিছু নেয়। এ সময় হাসপাতালের নিচতলা থেকে তাদের দুজনকে আটক করে আনসার সদস্য জাকির ও নাদিরা। ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, বাচ্চার খালাকে আটক করা হয়েছে। আর মা আসমাকে বাচ্চাসহ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। হাসপাতাল পরিচালক এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।