মাথাভাঙ্গা অনলাইন : রাজধানীর সদরঘাটে গ্রেট ওয়াল মার্কেটের দশতলা থেকে এমব্রয়ডারি মেশিন নামানোর সময় শিকল ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাবিব ও নবাব মিয়া। হাবিবের বাড়ি পিরোজপুরে আর নবাবের বাড়ি শরীয়তপুরে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ১৩তলা ভবনের ১০তলা থেকে একটি এমব্রয়ডারি মেশিন শিকলের মাধ্যমে নিচে নামানো হচ্ছিল। ওই মেশিনের ওপর এই দুই শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ওই শিকল ছিঁড়ে গেলে মেশিসসহ শ্রমিকেরা নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।