মাথাভাঙ্গা অনলাইন : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনে কাটা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটায় উপজেলার নাথেরপেটুয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, নিহত ছাত্রের নাম মাহবুবুল হাসান শিবলু (২৫), তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র এবং জসিমউদ্দিন হলের অনাবাসিক ছাত্র। তিনি নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার কাঞ্চিরহাট গ্রামের মাওলানা মকবুলের ছেলে।
আহত নারী যাত্রী রাবেয়া খাতুন (৭০) নিহত শিবলুর নানী। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দামুড়হুদা গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা নগরীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল ট্রেনটি রাত আড়াইটায় নাথেরপেটুয়া রেল স্টেশনে যাত্রা বিরতি শেষে ট্রেনটি ছাড়ার সময় দুইজন যাত্রী তাড়াহুড়ো করে নামতে যান। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে দু’জনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম শান্তা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক যুবকটিকে মৃত ঘোষণা করেন