আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে ভ্রাম্যমাণ আলাদত আব্দুল আজিজ নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীনুল ইসলাম ওই রায় দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গত শুক্রবার রাতে সদর উপজেলার আমঝুপি নীল কুঠিবাড়ি এলাকায় অভিযান চালায়। ওই সময় পুলিশ আব্দুল আজিজ নামের এক গাঁজাসেবীকে আটক করে। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল আজিজের সঙ্গীরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ২শ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে। সাজাপ্রাপ্ত আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কেতন আলীর ছেলে।