আসুন চুয়াডাঙ্গার উন্নয়নে একযোগে কাজ করে যাই
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ঈদ পুনর্মিলনী গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা সমিতির সভাপতি চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন ‘ইউপি চেয়ারম্যানদেরকে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যেতে হবে। জনপ্রতিনিধিরা জনস্বার্থে যে কোনো কাজ আমার কাছে নিয়ে এলে তা আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করবো। সম্মিলিত প্রচেষ্টায় আসুন চুয়াডাঙ্গাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার জন্য একযোগে কাজ করে যাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা। বক্তব্য রাখেন পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিসুর রহমান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, গাংনী ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল বিশ্বাস বেনা, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, ডাউকি ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম মিল্টন, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান মো. সরফরাজ, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, রাইপুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম। অন্যান্যের মধ্যে মহাসিন আলী ও সাকিব আল হাছান নাজমুল উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।