মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের মুলতানে একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। গত শুক্রবার ইমরান খানের তেহরিক ই ইনসাফ দলের সমাবেশে ঘটা এ ঘটনায় আরো প্রায় ৪০ জন আহত হয়েছেন। বিরোধী দলীয় রাজনীতিবিদ ইমরানের ভাষণ শেষ হওয়ার পর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি। ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করেন ইমরান। গত বছরের নির্বাচনে ভোট কারচুপির জন্য তিনি নওয়াজকে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে আয়োজিত এ সমাবেশে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ। আগস্টে ইমরান ও সুফি ধর্মীয় নেতা তাহির উল কাদরি রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দেন। এসব সরকারবিরোধী ধর্মঘটে দেশের প্রভাবশালী সেনাবাহিনী মদত দিচ্ছে বলে দাবি করেছে নওয়াজের সমর্থকরা। সেনবাহিনী প্রধানমন্ত্রীকে দুর্বল করতে চাইছে বলে অভিযোগ তাদের। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভকারীরা নওয়াজের রাজধানীর বাসভবনে চড়াও হয় এবং রাষ্ট্রিয় টেলিভিশনের সম্প্রচারে বলপূর্ব বিঘ্ন সৃষ্টি করে।