স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাসানটেকে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটেরা। নিহত মো. নাসির হোসেন (২৫) পেশায় মাছ ব্যবসায়ী। তিনি পূর্ব ভাসানটেকের পিল মোহাম্মদ কলোনির আবদুল মতিন সরদারের ছেলে। ভাসানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী জানান, শুক্রবার রাতে পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় বখাটেদের পিটুনিতে মারাত্মকভাবে আহত নাসির গভীর রাতে হাসপাতালে মারা যান। তিনি বলেন, নাসিরের এক মামাতো বোনকে স্থানীয় কিছু যুবক প্রায়ই উত্ত্যক্ত করতো। গত বৃহস্পতিবার বিকেলে উত্ত্যক্ত করার সময় প্রতিবাদ করলে নাসিরের সাথে তাদের কথা কাটাকাটি হয়। শুক্রবার সন্ধ্যার পরে নাসিরকে পশ্চিম ভাসানটেক এলাকায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই উত্ত্যক্তকারীরা। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ২টার দিকে নাসিরের মৃত্যু হয়।