দর্শনা অফিস: দর্শনা ডিএস সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজারের দর্শনা সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা মার্কেটের দ্বিতলা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে এমপি টগরের সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ. লীগের সভপাতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফ, সহসভাপতি শহিদুর রহমান, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জগলুল হায়দার আফরিক, ভাইস প্রিন্সিপাল মাও শফিউদ্দিন, দর্শনা রেলবাজার মসজিদ কমিটির সভাপতি হাজি হারুন অর রশিদ, ব্যবসায়ী আব্দুল মালেক, প্রভাষক আরিফুজ্জামান, মাও. মুনজুর আহমেদ, আবু জাফর, আক্তারুজ্জামান, হোসেন আলী, মাও. নজির আহমেদ, হাফেজ কুদরত আলী, খন্দকার আলী আজম, যুবলীগ নেতা আসলাম উদ্দিন তোতা, ছাত্রলীগ নেতা তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। দোয়া পরিচালনা করেন দর্শনা রেলবাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি মাও. গোলাম কিবরিয়া।