মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে আলাদা দুটি সন্ত্রাসী হামলায় চার ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সীমান্তের কাছে অবস্থিত সারাভান শহরের কাছে বুধ ও বৃহস্পতিবার ওই দু হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন ইরানি পুলিশের নিয়মিত সদস্য। হতভাগ্য চতুর্থ জন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশের সাথে সীমান্তে টহল দিচ্ছিলেন। বিশ্বের বহু দেশের মতো ইরানেও প্রতিটি পুরুষ নাগরিককে ১৮ বছর পার হওয়ার পর দু বছরের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাকিস্তান সীমান্তে নিহত চার ইরানি পুলিশ কর্মকর্তা হলেন পারভিজ কেইখাকি, আয়াত খানালি-পুর, মুর্তজা মালেকি এবং মোহাম্মাদ-রেজা নাজারিয়ান। প্রথম সন্ত্রাসী হামলার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার হামলা চালায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীরা। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি অভিযান ও তদন্ত শুরু করেছে।