মাথাভাঙ্গা মনিটর: সাবেক কংগ্রেস মন্ত্রী শশি থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃত্যু বিষক্রিয়াতেই হয়েছে। চূড়ান্ত ভিসেরা রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। তবে সুনন্দার পরিবার দাবি করছে তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লি পুলিশের হাতে চূড়ান্ত ভিসেরা রিপোর্ট তুলে দিয়েছে এমইস’র তিন সদস্যের চিকিৎসক দল। জানা গেছে, সুনন্দার ভিসেরা পরীক্ষার পর কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (সিএফএসএল) রিপোর্ট অনুসারে এ সিদ্ধান্তে পৌঁছেছেন মৃতের ময়নাতদন্তকারী ওই তিন চিকিৎসক। এ বছরের জানুয়ারিতে দক্ষিণ দিল্লির এক পাঁচতারা হোটেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। ফরেন্সিক রিপোর্টে সুনন্দার মৃত্যু স্বাভবিক দেখানোর জন্য চিকিত্সকের ওপর চাপ সৃষ্টির অভিযোগ ওঠে। শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত ভিসেরা পরীক্ষায় সুনন্দার দেহে বিষের সন্ধান মিললো।