মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেদারগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন। উপস্থিত ছিলেন শহর যুবলীগ সভাপতি শেখ কামাল, সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অপু, আ.লীগ নেতা কুতুব উদ্দীন, মোজাম্মেল হক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকন, সম্পাদক বিদ্যুত, যুবলীগ নেতা লাল্টু, বাবুল হোসেন প্রমুখ। ইয়ারুল ইসলাম তার বক্তব্যে জামায়াত-শিবিরের গতকালের সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করেন বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সহিংসতা মোকাবেলার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।