ঢাকায় গরু নিয়ে বিক্রি না হওয়ায় অবর্ণনীয় দুর্ভোগ : ট্রাকে তুলে নিয়ে পথিমধ্যে বুকে ধরা হলো ধারালো অস্ত্র

৪টি গরুসহ দু লাখ টাকা ডাকাতি : ঠাকুরপুরের তিন বাড়িতে কান্নার রোল

 

স্টাফ রিপোর্টার: ৪টি গরুসহ নগদ প্রায় দু লাখ টাকা অভিনব কৌশলে ডাকাতি হয়েছে। ঈদের পূর্ব রাতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ঝিনাইদহ বিটিভি রিলে সেন্টারের নিকট গরু মালিক, রাখালসহ ৫ জনকে মারধর করে নগদ টাকা ও গরু ডাকাতি করে সটকে পড়ে ডাকাতদল।

গরু বিক্রি করে ঢাকা থেকে ফেরার পথে ডাকাতির শিকার দুজন গরু মালিকের বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের ঠাকুরপুরে। এদের বাড়িতে ঈদের আনন্দের বদলে নেমে এসেছে টাকা ও গরু হারানো কান্না। এদের একজনের মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হলেও টাকা হারানোর কারণে তা পড়েছে অনিশ্চয়তার মধ্যে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের ঠাকুরপুরের নূর বকশের দু ছেলে জিল্লুর রহমান ও আনার, একই গ্রামের জাহাবকশের ছেলে আল আমিন, ঝিনাইদহ নাথকুণ্ডুর শুকুর আলী ও ঠাকুরপুরের আজিবর রহমানের জামাই আসান ঈদের আগে গরু বিক্রির জন্য ঢাকায় যান। জিল্লু তিনটি, আসান দুটি, আল অমিন তিনটি ও আসান ১টি গরু নিয়ে ঢাকা গেলেও জিল্লুর একটি, আল আমিনের দুটি ও আসানের একটি গরু বিক্রি না হলে ঈদের পূর্ব রাতে ট্রাকযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। ট্রাকটি কালীগঞ্জের হওয়ায় ভাড়ায় নেয়ার সময় শর্ত অনুযায়ী গরুসহ গরুমালিক ও রাখালদের ঝিনাইদহ আরাপপুরে নামিয়ে দেন। আরাপপুরের একটি চা দোকানের সামনে গরু ও নগদ টাকা নিয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে একটি ট্রাক এসে সেখানে থামে। চুয়াডাঙ্গার উদ্দেশে ট্রাকটি যাচ্ছে বলে ট্রাকে থাকা কয়েকজন জানায়। এ সময় জিল্লুসহ সেখানে গরু ও টাকা নিয়ে অপেক্ষায় থাকা লোকজন ট্রাকে গরু তুলে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। ঝিনাইদহ শহর অতিক্রমের পরই গরু মালিকসহ তাদের লোকজন টের পান ট্রাকের লোকজন ডাকাত। একজন মোবাইলফোন ঝিনাইদহে ফেলে এসেছি বলে জানিয়ে ট্রাক থামাতে বললেও না থামিয়ে বিটিভির রিলে সেন্টারের নিকট থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের। জিল্লুর একটি গরুসহ তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা, আনারের নিকট থাকা ৫শ টাকা, আল আমিনের নিকিট থাকা ২৮ হাজার টাকা, ফেরত আনা একটি গরু, আসানের নিকট থেকে একটি গরুসহ নগদ টাকা ডাকাতদল ছিনিয়ে ট্রাকযোগেই সটকে পড়ে।

জিল্লুসহ তার সাথে থাকা লোকজন বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েন। আসান ও আনারকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। জিল্লু ও আনারের বাড়িতে দু দিন ধরে চলছে টাকা হারানো শোক। রান্নাবান্না পর্যন্ত হয়নি তাদের বাড়ি। আসানের মেয়ে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলেও টাকা ও গরু হারানোর কারণে তার মেয়ের বিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে। তার বাড়িতেও নেমে এসেছে আহাজারি।

Leave a comment