দামুড়হুদা কলাবাড়ি দুবাই স্টার ক্লাবের ফুটবল মাঠ উদ্বোধনকালে এমপি টগর
ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে দুবাই স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল মাঠের উদ্বোধন উপলক্ষে হাজি আলী আজগার টগর বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায় এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পারে।
গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে দুবাই স্টার ক্লাব ও বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়াবিদ মো. কামরুজ্জামান এবং দুবাই প্রবাসী মামুন মণ্ডলের উদ্যোগে ফুটবল মাঠের উদ্বোধন করা হয়। আলোচনাসভায় এইচবি পোল্টি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দুবাই স্টার ক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান মিঠু, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন মহা, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন মিয়া, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিক্যাল কনসালটেন্ট ডাক্তার ওয়ালিউর রহমান নয়ন, দুবাই স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মামুন মণ্ডল, মহিউদ্দীন ময়েন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব, দুবাই প্রবাসী আব্দুর রহিম ও হাবিবুর রহমান। বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টানু, হাবিবুর রহমান, মজিবার রহমান, সাঈদ ইকবাল, আব্দুর রহীম, একরামুল হক, উবাইদুর রহমান, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, আব্দুর রশীদ, আব্দুর রব, আলী আশরাফ লাড্ডু, জিল্লুর রহমান, খালিদ মাসুম, আবু হানিফ, তৌহিদ হোসেন, আলমগীর হোসেন, সোহাগ হোসেন, শামিম হোসেন। আলোচনা অনুষ্ঠানে খেলার মাঠ উন্নয়নে প্রধান অতিথির অনুরোধে বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন মিয়া ১ লাখ টাকা ও ব্যবসায়ী সাইফুল ৭৫ হাজার টাকা অনুদান হিসাবে দেন। অনুষ্ঠানে দুবাই স্টারের সাধারণ সম্পাদক মামুন মণ্ডল দুবাই স্টার ক্লাবের সভাপতি কামরুজ্জামান ও প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে দুবাই স্টারের সভাপতি কামরুজ্জামান ফুল দিয়ে অভিনন্দন জানান। আলোচনা শেষে প্রধান অতিথি দুবাই স্টার ক্লাবের ৮ বিঘা জমির ওপর ফুটবল মাঠের ফিতে কেটে উদ্বোধন করেন। ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুনার্মেন্টে সোনালী অতিথি একাদশ ও সমবায় স্পোর্টিং একাদশের খেলার উদ্বোধন করা হয়। খেলায় সমবায় স্পোর্টিং একাদশ ও সোনালী অতিথি একাদশ গোলশুন্য ড্র করে।