মেহেরপুরের শিক্ষক নেতা লিটন মামলা হতে অব্যাহতি পেলেন

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় যুগ্মমহাসচিব নাজমুল হক লিটন নারী ও শিশু নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এর আগে তার ভাইয়ের স্ত্রী এক সন্তানের জননী মেহেরপুরের মেয়ে আরিফা সিদ্দিকা লিলি শিক্ষক নেতা নাজমুল হক লিটনসহ পরিবারের কয়েকজনকে আসামি করে মাগুরায় মামলা দায়ের করেন। ওই মামলায় মাগুরা থানা পুলিশ শিক্ষক নেতা লিটনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। ওই মামলার কারণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। কতিপয় কুচক্রীমহল শিক্ষক নেতা লিটনের চাকরির ক্ষতি করতে চেয়েছিলো দাবি করে তাদের বিরুদ্ধে ধিক্কার ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুল হক।

Leave a comment