হরিণাকুণ্ডুতে বিলুপ্ত প্রায় গ্রামীণ লোকজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে বিলুপ্ত প্রায় গ্রামীণ লোকজ ঐতিহ্য মণ্ডিত বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশব্যাপি ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় কেবি একাডেমিমাঠে বৃহস্পতিবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন। প্রতিযোগিতায় দাঁড়িয়া বাঁধা, হা-ডু-ডু, মোরগ লড়াই, দড়ির ওপর লাফানো, বৌছি ও গোল্লাছুটসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যমণ্ডিত খেলাধুলায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিকালে ক্রীড়া প্রতিযোগিতা শেষে কেবি একাডেমির সভাপতি রেজাউল হক মোল্লার সভাপতিত্বে এবং ইউপি সচিব আসাদুজ্জানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবি একাডেমির প্রধান শিক্ষক জামাল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।