চামড়ার দাম গত বছরের চেয়ে এবার কম নির্ধারণ

 

স্টাফ রিপোর্টার: রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। ঢাকার বাইরে এর দাম হবে ৬০ থেকে ৬৫ টাকা। গতকাল শুক্রবার চামড়া ব্যবসায়ীদের তিন সংগঠন যৌথভাবে এ দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে। এ বছর মোষের প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকায় সংগ্রহ করা হবে। বাণিজ্যমন্ত্রীর নির্দেশে চামড়াব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এ মূল্য নির্ধারণ করেছে। রাজধানীর ধানমন্ডিতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ বছর নির্ধরিত দাম গত বছরের তুলনায় গড়ে ১৫ টাকা কম। বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফই) সভাপতি আবু তাহের বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে চামড়ার দর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম কমায় আমরাও বাধ্য হচ্ছি কম দাম নির্ধারণে। উল্লেখ্য, গত বছর সরকার নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনেন ৮৫-৯০ টাকায়। আর ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়।

Leave a comment