কুষ্টিয়ায় বিদ্যুতস্পৃষ্টে গরুব্যবসায়ীর মৃত্যু

 

নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজার এলাকায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৪২) নামের এক গরুব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সালাম সদর উপজেলার ভাদালিয়া গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরে ভাদালিয়া বাজারের নিকট ট্রাকে গরু লোড করে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো। কিছুদূর যাওয়ার পরে ট্রাকের ওপর থাকা আব্দুস সালাম বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment