কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অসীম কুমার মিত্র নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি কুমারখালী উপজেলার ধলনগর এলাকার অমিত কুমার মিত্রর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার কুমারখালী উপজেলার ধলনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৫৩ ধারা মোতাবেক তাকে ২০ হাজার টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়। কুষ্টিয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এসএম জামাল এ আদালত পরিচালনা করেন। এ সময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সেলিম হোসেন ফরাজী ও র্যাব-১২ উপসহকারী পরিচালক ফখরুল আলমসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসকের সনদপত্র দিয়ে দীর্ঘদিন ধরে ধলনগর ও আশপাশের এলাকায় চিকিৎসা দিয়ে আসছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে তাকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এসএম জামাল বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে পরিচ্ছন্ন রাখতে ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।