বারাদী প্রতিনিধি: মেহেরপুর জেলা সদরের কলাইডাঙ্গা গ্রামের বৃদ্ধ বরকত আলী (৬০) অবশেষে মারা গেছেন। ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হওয়ার ৫ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির একতলা ঘরের ছাদে উঠে হাঁটাহাঁটি করছিলেন বরকত আলী। এক পর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে বুকে ও মাথায় আঘাত পান। তাকে রাতেই প্রথমে মেহেরপুর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকালই নিহতের মরদেহ বাড়িতে আনা হয়। বিকেলে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।