চুয়াডাঙ্গার উজলপুরে ফুটবল খেলা করে বাড়ি ফেরার পথে বিপত্তি
বেগমপুর প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দপুর থেকে ফুটবর খেলা করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গা সদরের কোটালী গ্রামের ১১ জন যুবককে পিটিয়ে আহত করেছে উজলপুর গ্রামের কয়েকজন। আহতদের মধ্যে মাজেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ঘটনাটি নিয়ে দু গ্রামের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। চলছে মামলার প্রস্তুতি।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের বেশকিছু যুবক দুটি আলমসাধুতে করে ফুটবল খেলা করতে যায় দামুড়হুদার বাস্তপুর গ্রামে। সেখানে খেলায় জয়লাভ করায় উল্লাস করে বাড়ি ফিরছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবকেরা উজলপুর গ্রামের মধ্যে পৌঁছুলে গ্রামের নুরুল ইসলামের ছেলে মনি, মজিদের ছেলে লাল্টু, রাজ্জাকের ছেলে আমিন, রবজেলের ছেলে শাহীন, ইলিয়াসের ছেলে মিন্টুসহ বেশ কয়েকজন উল্লাস করার কারণে কোটালী গ্রামের শহিদুলের ছেলে মাজেদুল, আকবরের ছেলে মকলেচুর, দোয়াবক্সের ছেলে আমিরুল, আজগারের ছেলে মাসুম, রেহানের ছেলে মাসুম, আকবরের ছেলে আবু তালেব, সাত্তারের ছেলে মহিদুল, নজরুলের ছেলে সোহাগকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে মাজেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। এ ঘটনায় মাললার প্রস্তুতি চলছিলো। বিষয়টি নিয়ে উভয় গ্রামের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।