মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে যে নানা ধরনের বিতর্ক চলছে, সেই পটভূমিতে আজ প্রতিবেশী দেশ ভারত স্পষ্ট করে এ বিচারের সমর্থনে এগিয়ে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, ১৯৭১-এ বাংলাদেশের মাটিতে যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিলো তার বিচার এবং নিষ্পত্তি চাইবার অধিকার বাংলাদেশের মানুষের আছে। তবে এ বিচার প্রক্রিয়ার নানা সীমাবদ্ধতা নিয়ে যে সব অভিযোগ উঠেছে সেই সব পদ্ধতিগত বিষয় নিয়ে ভারত কোন মন্তব্য করতে চায়নি, যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা আছে।