আলমডাঙ্গার মাজহাদ গ্রামে এনজিও’র কিস্তি দিতে না পারাই দরিদ্র দিনমুজুরের বিষপানে আত্মহত্যা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামে বিভিন্ন এনজিও ও গ্রামের সমিতি থেকে ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তি দিতে না পেরে দরিদ্র কৃষক বিষপানে আত্মহত্যা করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বিকেল ৩টার দিকে সুরতহাল রিপোর্ট করে। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা খাদিমপুরের মাজহাদ গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে দরিদ্র দিনমুজুর হাসান (৩৫)। হাসানের স্ত্রী রানী জানান, দরিদ্রতার কারণে একটি এনজিও থেকে ১৫ হাজার টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ২৭ হাজার টাকা, জনকল্যাণ সংস্থা (জকস) থেকে ২৪ হাজার টাকা, ব্র্যাক থেকে ২৬ হাজার টাকা, জাগরণীচক্র থেকে ২৫ হাজার ও গ্রাম্য সমবায় সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণগ্রহণ করি। সপ্তার প্রতিদিনই প্রায় ৭শ টাকা কিস্তি দিতে হয়। কিস্তি পরিশোধ না করলে বাড়িতে এনজিওকর্মী এসে বসে থাকে। গতকাল একটি এনজিওর কিস্তির দিন ছিলো। বেলা সাড়ে ১১টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে পূর্বকমলাপুর ব্রিজ মোড়ে যায়। ব্রিজ মোড়ের কালুর দোকান থেকে সে বিষ কিনে পান করে। মোড়ের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আনিচ লাশের সুরতহাল রিপোর্ট করেন। গতকাল বাদ মাগরিব ময়নাতদন্ত ছাড়াই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। হাসানের এক মেয়ে চাঁদনী (৭), স্ত্রীসহ ৩ জনের সংসার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীকে হারিয়ে আকুল পাথারে পড়েছেন হাসানের স্ত্রী রানী খাতুন।

Leave a comment