Untitled

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার নগরবোয়ালিয়া নতুনপাড়ার দুটি বাড়িতে আবারও ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ৭/৮ জনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগরবোয়ালিয়া নতুনপাড়ার শাহ জামালের ছেলে মিঠুর বাড়ি থেকে ২টা সোনার আংটি, ৩ জোড়া কানের দুল, বালা ১ জোড়া, নগদ ৬ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা আসকার আলীর বাড়ি থেকে কানের দুল, দুটি মোবাইলফোন, সোনার আংটি ও ১ হাজার টাকা নিয়ে ডাকাতরা রাত ৪টার দিকে নির্বিঘ্নে চলে যায়। ডাকাতির পরপরই হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এএসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা থানার ওসি মনির মোল্লা ঘটনাস্থল পরিদর্শনে করেন। এ সময় তিনি ডাকাতির শিকার পরিবারের সদস্যদের কাছে ডাকাতির বর্ণনা শোনেন। নগরবোয়ালিয়ার যে এলাকায় ডাকাতি হচ্ছে সেই এলাকা থেকে মাত্র ১০০ গজের মধ্যেই গাংনী থানার হেমায়তপুর পুলিশ ক্যাম্পের মধ্যে। ডাকাতরা ডাকাতি করে অল্প সময়েই হেমায়েতপুর মাঠের দিকে চলে যাওয়ার কারণে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ নিজ এলাকার বাইরে অন্য এলাকায় ঢুকে আসামিদের ধরতে পারছে না। এক সপ্তার ব্যবধানে পুনরায় ডাকাতির ঘটনায় নগরবোয়ালিয়া ও হাটবোয়ালিয়া এলাকায় বর্তমান রাতে হলে নেমে আসছে ডাকাত আতঙ্ক।

Leave a comment