ছুটিপুর পুলিশ ফাঁড়ির পিসি মাহবুবের মৃতদেহ ময়নাতদন্ত শেষে নেয়া হলো গ্রামের বাড়িতে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার ছুটিপুর পুলিশ ফাঁড়ির পিসি মাহাবুবুর রহমানের মৃতদেহ ময়নাতদন্ত শেষে আনসার ব্যাটালিয়ন-৬’র নিকট হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে আনসার ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট লাশ হস্তান্তর করা হয়। আনসার ব্যাটালিয়ন লাশ গ্রহণের পর মৃতদেহ তার স্ত্রীর নিকট হস্তান্তর করে। এরপর লাশ নেয়া হয় তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিমপুর তানার চাতিলাবাড়ি গ্রামে। গতপরশু মঙ্গলবার বিকেলে ছুটিপুর পুলিশ ফাঁড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান তারই সহকর্মী।

Leave a comment