টিপ্পনী

টিপ্পনী
খবর: (মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে পাঠালে পাঁচ বছরের জেল)

পরের টাকায় উদর পুরে খাচ্ছো
ভোগা দিয়ে নগদ কড়ি পাচ্ছো
কায়দা করে হাতিয়ে সব নিচ্ছো
বিনিময়ে কিইবা এমন দিচ্ছো।

কয়জনই বা জেলের ঘানি টানছে
আইন কানুন সঠিকভাবে মানছে
নিজের মতো আপন মনে চলছে
টাকার পাহাড় দেখছি নাতো টলছে।

অপরাধী বসে বসে হাসছে
ওদের ফরেই আইন চলে আসছে
গরিব মানুষ পড়ছে ওদের কব্জায়
লোভে পড়ে ভিটে বাড়ি সব যায়।

-আহাদ আলী মোল্লা