টিপ্পনী

 

খবর: (মৃধাকে বাদ দিয়ে রেলের ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট))

 

পালের গোদা ঘুরে বেড়ান

গায় লাগিয়ে হাওয়া,

তুলসি ধোয়া ওনার নামে

যায় না কিছু পাওয়া।

 

উনি হলেন সাধুর বাবা

ভালোই জানেন খেলতে দাবা

রসের থালায় দান বসিয়ে

খান ডুবিয়ে হাত;

রাজা মশাই ঘেরাও ঘেরাও

খতম কিস্তি মাত।

 

ভোজন করে ওজন নিয়ে

এখন চাচা খালাস,

কী করে হয় তুলসি পাতা

করছে দুদক তালাশ।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment