স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আজ চুয়াডাঙ্গায় ফিরছেন। সরকারি সফরে তিনি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গায় অবস্থান করবেন।
হুইপের সহকারী একান্ত সচিব নাসির উদ্দীন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়েছে, আজ সকালে সংসদভবনস্ত বি-৬ বাসভবন থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হবেন। দুপুরে চুয়াডাঙ্গাস্থ নিজ বাসভবনে পৌঁছুবেন। পরদিন আগামীকাল আলমডাঙ্গা মহিলা কলেজের গভর্নিংবডির সভায় অংশ নেবেন। ৩ অক্টোবর তিনি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। ৬ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। ১০টার পর থেকে তিনি শুভেচ্ছা বিনিময় শুরু করবেন। ১৩ অক্টোবর সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।