ব্রোঞ্জ নিশ্চিত কাবাডির মেয়েদের

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার মেয়েরা ভারতের কাছে হেরে যাওয়ায় এশিয়ান গেমসের কাবাডির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে ওঠায় ব্রোঞ্জ নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের। সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠতে পারলে মালেকাদের সামনে সোনা জয়ের সুযোগ থাকবে। গতকাল মঙ্গলবার ভারতের কাছে ৪৫-২৬ পয়েন্টে হারে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মেয়েরা। ‘এ’ গ্রুপ থেকে টানা দুই জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতের মহিলা কাবাডি দল। একটি জয় পেয়েই শেষ চারে জায়গা পেল বাংলাদেশ। আর টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে কোরিয়ার মেয়েরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে বাংলাদেশের মেয়েরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩০-১৮ পয়েন্টে জয় পান মালেকা-শাহানাজরা।

Leave a comment