নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

মাথাভাঙ্গা মনিটর: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলো কোলকাত নাইট রাইর্ডাসের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন বিরুদ্ধে। গত সোমবার চ্যাম্পিন্স লিগ টি-টোয়েন্টিতে ডলফিন্স দলের বিরুদ্ধে ম্যাচে এ ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট জমা দেন তিন আম্পায়ার। এ তিন আম্পায়ার হলেন অনীল চৌধুরী, শামসুদ্দিন এবং কুমারা ধর্মসেনা। জোরে বল বা ‘কুইকার বল’-করার সময়  নারিন বল ছুঁড়ছেন বলে ওই রিপোর্টে লেখা হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও তিনি প্রতিযোগিতা বল করতে পারবেন। প্রতিযোগিতার আর একবার তার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের রিপোর্ট জমা পড়লে নির্বাসিত হতে হবে সুনীল নারিনকে। টানা ১৩ ম্যাচ জেতা কেকেআর-এর কাছে বড় ধাক্কার খবর। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি গাইডলাইন অনুযায়ী নারিন এবার বিসিসিআইয়ের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির কাছে এ বিষয়ে আবেদন জানাতে পারেন। এখন তাকে সর্তক করে দেয়া হয়েছে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় সবার আগে আছেন।

Leave a comment