ঝিনাইদহের মহেশপুরের বাবলুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডিবি পুলিশের পরিচয় দিয়ে ধরে নিয়ে হরিণাকুণ্ডুর হিঙ্গারপাড়ায় নৃসংশতা

 

ডাকবাংলা/হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুর পল্লি হিঙ্গারপাড়ার বটতলা থেকে যুবক বাবলুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে ক্লু এখনো উদঘাটন করা যায়নি। নিহতের মাথায় পেছনের দিকে গুলির চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে নিহতের পরিচয় জানাতে না পারলেও দুপুর দেড়টার দিকে পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম বাবলু। তিনি মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি গ্রামের মৃত কুড়ন মণ্ডলের ছেলে।

নিহতের ভাই আশাদুল ইসলাম ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি জানান, গত বুধবার শাদা পোশাকের কিছু লোক বাবুলকে তার ভগ্নিপতি কাকিলাদাড়ি গ্রামের তৈয়ব আলীর বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, গত উপজেলা নির্বাচনের দিন রাতে দু পুলিশকে কুপিয়ে আহত করা মামলার পলাতক আসামি ছিলেন বাবলু। তিনি আরো জানান, বাবলুর বিরুদ্ধে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। বাবলু ভয়ঙ্কর সন্ত্রাসী বলেও ওসি দাবি করেন। নিহতের আরেক ভাই রহমত আলী জানান, বিভিন্ন মামলায় ফেরারি হয়ে বাবলু ঢাকায় পালিয়ে থাকার পর বুধবার বাড়িতে আসেন। ওই দিন রাতে শাদা পোশাকে কয়েকজন বাড়িতে ঢুকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাবলুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার চারদিন পর হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া বাজার সংলগ্ন বটতলায় তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে।

Leave a comment