আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট গনি

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আশরাফ গনি। তিনি বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হলেন। গতকাল সোমবার রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
এর মধ্যদিয়ে দীর্ঘ ৬ মাস ধরে চলা দেশটির রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটলো।
শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশটির জনগণের প্রতি নতুন সরকারকে সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কাবুলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হলো। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহসহ আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের শতাধিক রাজনীতিবিদ ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। গনির এ শপথ গ্রহণের মাধ্যমে আফগানিস্তানে হামিদ কারজাইয়ের যুগের অবসান হলো।

Leave a comment