কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিভৃত পল্লির এক এতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বালিয়াডাঙ্গা এমএস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক এমপিকে ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মতিয়ার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, ভাইস চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, ৬নং ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি আত্তাব হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য গোপাল সরকার, কালীগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসার সুপার মাও. জয়নাল আবেদীন, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক কেরামত আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নু, গ্রাম কমিটির সভাপতি মুক্তার বিশ্বাস, ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছলেমান ও হবিবর রহমান।
কালীগঞ্জে বালিয়াডাঙ্গা বিদ্যাপীঠে উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
