স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ড ও বাংলাদেশের দু ক্রিকেট বোর্ডের মধ্যকার আলাপ আলোচনা শেষে আগের অঘোষিত সূচিই চূড়ান্ত হলো। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে। অক্টোবরের প্রথম দিনই ঢাকায় এসে পৌঁছুবে কিউই ক্রিকেট দল। তবে ওইদিন ঢাকায় থাকা হবে না তাদের। ৪ অক্টোবর থেকে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামের দিকে রওনা হবে নিউজিল্যান্ড। মাঝের দুদিন অনুশীলনে মগ্ন থাকবে তারা। ৯ অক্টোবর থেকে চট্টগ্রামের এ ভেন্যুতে প্রথম টেস্টে মুশফিকুর রহিমদের মুখোমুখি হবে সফরকারীরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ঈদের পর। ২১ অক্টোবর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ওয়ানডের প্রথম দুটি ম্যাচ হবে ঢাকার ভেন্যুতেই। ম্যাচগুলো হবে ২৯ ও ৩১ অক্টোবর। একদিনের শেষ লড়াইটি হবে ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বড্ড বেশি আকর্ষণ করছে সিলেটবাসীকে। ৬ নভেম্বরের ওই ম্যাচটি আয়োজনের অপেক্ষায় আছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে দেশের এই পুণ্যভূমিতে। ৭ নভেম্বর দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে নিউজিল্যান্ড।