চুয়াডাঙ্গা-মেহেরপুরে শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উদযাপিত

 

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা

মাথাভাঙ্গা ডেস্ক: নানা আয়োজনে সারাদেশে পালিত হলো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন। রাজধানীতে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করে। কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা, আনন্দ উৎসব, র‌্যালি, দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণসহ অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। শিশু একাডেমিতে আয়োজন করা হয় বিশেষ আনন্দ উৎসবের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ ও জাতির মঙ্গল-সমৃদ্ধি কামনা করে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় তাঁর।

চুয়াডাঙ্গা, জীবননগর ও মেহেরপুর ও গাংনীতে প্রধানমন্ত্রীর ৬৮তম জন্মদিন উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার কেদারগঞ্জ বাজারে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শরীফ, মেহেদী, যুগ্মসম্পাদক রাসেদ, ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের নেতা রাজা, শিহাব, সজল, শান্তি, শফিকুল, আজগর, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, সাধারণ সম্পাদক সজল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিব, ছাত্রলীগ নেতা হাসান জাহাঙ্গীর, মাফি, জ্যাকি, জনি, তাপু, তাওরাত, রুবেল, রাকিব, বিল্পব, মন্টা, মিলন, ইমদাদ, সামাদ, বাবু, অনিক, আকিব, হাসিবুল, রাজু, আলামিন, বুলবুল, ভুলোন, ডেভিড, হারুন, হৃদয় প্রমুখ। পরে কেক কেটে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাঈম পারভেজ সজল।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন করা হয়। থানা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আ. লতিফ অমল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রবীণ শিক্ষক মীর মাহতাব আলী, কোষাধ্যক্ষ আলী আহম্মদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর শেখ জয়নাল আবেদিন, মোজাম্মেল হক, কাজী সাইফুজ্জামান বাবলা, আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আতিয়ার রহমান, যুবলীগ নেতা শিপলু, ছোট বাবু, সালাউদ্দিন কবীর, মজিবর, শামীম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহাম্মেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসীম রাজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসা।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী শহরে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখতার বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুসহ নেতৃবৃন্দ।

বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন র‌্যালিতে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম রতন, দেলোয়ার হোসেন মিঠু, কাথুলী ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিখন, তেঁতুলবাড়িয়া ইউপি সাধারণ সম্পাদক হেলাল, ছাত্রলীগ নেতা মৃদুল, আলামিন, সাগর, মাজহারুল, ফারুক, তানিম, পিন্টু, শিপন, সাবান, রাজন প্রমুখ। র‌্যালি শেষে ছাত্রলীগের কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা তরুণলীগের উদ্যোগে শহরে র‌্যালি শেষে কেক কাটা হয়। গতকাল রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম কুমারের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কাঁসারিপাড়া মোড়ে শেষ হয়। পরে সেখানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তরুণলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল কবির লিওন, শহর সভাপতি নূর হোসেন, তরুণলীগ নেতা উত্তম কুমার, শামীম হাসান, সোহানুর রহমান সোহান, নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment