স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলা থেকে এ সকল মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করানোর অপরাধে মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন জানান, গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশ সুপারের নির্দেশে হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। অভিযানকালে হরিণাকুণ্ডু থেকে ১৯টি এবং শৈলকুপা থেকে ২৪টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করার অপরাধে ও গাড়ির কাগজপত্র না থাকায় মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জব্দকৃত মোটরসাইকেলগুলো স্ব স্ব থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মশিউর রহমান, সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস ও সার্জেন্ট গৌরাঙ্গ পাল।