চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময়সভায় পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ পার্কের সম্মেলনকক্ষে গতকাল শনিবার সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভার আয়োজন করা হয়। শারদীয় উৎসব শুরু থেকে বিসর্জনের দিন পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন, আলমডাঙ্গা থানার মনির উদ্দীন মোল্লা, ওসি (তদন্ত) নাজমুল হোসেন, দামুড়হুদা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান, জীবননগর থানার ওসি (তদন্ত) শাখাওয়াৎ হোসেন প্রমুখ। সভায় পুলিশ সুপার বলেন, চুয়ডাঙ্গা জেলায় মোট ৮৯টি পূজামণ্ডপে প্রতিমা স্থাপন ও শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৫টি, আলমডাঙ্গা উপজেলায় ৩১টি, দামুড়হুদা উপজেলায় ১৮টি ও জীবননগর উপজেলায় ১৫টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবারও তিন স্তরে ভাগ করা হয়েছে। জেলায় মোট ৭টি অধিক গুরুতপূর্ণ মণ্ডপে একজন অফিসারসহ ১৩ জন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ১১ জন ও সাধারণ পূজামণ্ডপে ৮ জন পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও পুলিশ, ডিবি পুলিশ, মোবাইলফোর্সসহ শাদা পোশাকে ডিএসবি টহল প্রস্তুত থাকবে। তবে পুলিশের ওপর নির্ভরশীল না হয়ে নিজ নিজ পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদেরকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মাইক ব্যবহারের ক্ষেত্রে আজান ও নামাজের সময় বন্ধ রাখতে হবে। পূজামণ্ডপে বিদ্যুতব্যবস্থা নিশ্চিত করতে হবে। আতশবাজি ব্যবহার করা যাবে না। প্রতিমা বিসর্জন কার্যক্রম সূর্যাস্তের পূর্বে করতে হবে। যে সকল প্রতিমা নির্ধারিত দিনে বিসর্জন হবে না সেগুলো কমিটির নিজ দায়িত্বে রেখে বিসর্জন দিতে হবে। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলায় আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আজহা সুষ্ঠু ও সুন্দরভাবে সবার অংশগ্রহণে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান পুলিশ সুপার রশীদুল হাসান।