চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাহিত্য আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পাক্ষিক সাহিত্য আসর প্রতিধ্বনি গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অতিথি ছিলেন রাজশাহী সাহিত্য পরিষদের সভাপতি কবি ও ছড়াকার হাসনাত আমজাদ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. আহসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফিন ও অ্যাড. মমতাজ খাতুন। শুরুতেই চিরায়ত সাহিত্য কবি নির্মলেন্দু গুণের ‘অসমাপ্ত কবিতা’ আবৃত্তি করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবুল কাশেম। স্বরচিত সাহিত্য পাঠ করেন ময়নুল হাসান, হাসনাত আমজাদ, আবুল কাশেম মাস্টার, আ.ফ.ম সিরাজ সামজী, ওমর আলী মাস্টার, শামীমা আখতার, হোসেন মোশাররফ, অশোক কুমার দত্ত, মাহির তাজওয়ার, সামসাদ রানু, গোলাম রহমান চৌধুরী, দিলরুমা খানম, শাহানাজ পারভীন, রাশিদা মমতাজ, আমিনুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম লস্কর, সজীব মিলন, বিজয় রহমান রিংকু, ইকবাল কাদির, ভাস্কর সিকদার ও রুহুল আমিন। লেখার ওপর আলোচনা করেন সংঘের সহসভাপতি ফারহানা আক্তার রিনি ও শিক্ষক আবুল কাশেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment