স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা মাসুদুজ্জামান মাসুদকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় গ্রামে এ ঘটনাটি ঘটে। এ হামলার জের ধরে মাসুদের লোকজন প্রতিপক্ষ সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়ে ৬ জনকে পিটিয়ে আহত করেছে। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাসুদ ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা এবং ক্ষেমিরদিয়াড় শামসের আলী মেম্বারের ছেলে।