স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন মনিপুর এলাকায় স্ত্রীকে খাটের সাথে বেঁধে রেখে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম নামের এক যুবক। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯৬ মনিপুর এলাকার ছয়তলা ভবনের ২য় তলায় এই ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহের জের ধরে সাইফুল ইসলাম তার স্ত্রী শম্পাকে খাটের সাথে বেঁধে রেখে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন। ঘটনার সময় সাফুলের শালিকাও বাসায় ছিলেন। আর এ সময় পাশের রুমে শালিকার ছেলেকে পড়াচ্ছিলেন গৃহশিক্ষক। ঘটনার সময় তারা চিৎকার শুনে দরজার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেন। কিন্তু দরজা ভেতর থেকে লাগানো ছিলো। পরে তারা ধাক্কা দিয়ে দরজা ভেঙে সাইফুলকে ফ্যানের সাথে ঝুলন্ত ও তার স্ত্রী শম্পাকে খাটের সাথে বাঁধা অবস্থায় দেখতে পান। তিনি আরো জানান, সাইফুল ইসলাম ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং তার স্ত্রী শম্পা সরকারি ভূমি অফিসে চাকরি করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।